Wellcome to National Portal

 দেশব্যাপী চলমান তীব্র তাপদেহের কারণে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার,  গাইবান্ধা জেলার সকল উপজেলার খামারীগণকে জরুরি মুহূর্তে প্রাণিসেবা গ্রহণের জন্য প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলে গিয়ে জরুরী পরমার্শ ও সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস যোগাযোগ

 

গাইবান্ধা বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার পূর্বে কাচারী বাজার বড় মসজিদ।সেখান থেকে দক্ভিষিন দিকে সাঘাটা উপজেলামুখী ভিএইড রোডে জুবিলী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি পার হয়ে সরকারী পলিটেকনিক ইন্সটটিউট। এর আগে পূর্ব দিকের গলিতে ২০০ ফিট ভিতরে কালীবাড়ী পাড়ায় অবস্থিত জেলা প্রাণিসম্পদ অফিস, গাইবান্ধা। বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে অটো বাইক এবং রিকশা যোগে সহজেই অফিসে আসা সম্ভব। 

 

ফোনঃ02589980519